ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের টিলারচর গ্রামে বলগেট থেকে পদ্মা নদীতে পরে গিয়ে এক শ্রমিক পানিতে ডুবে নিখোঁজ রয়েছে। বুধবার দুপুরে বলগেটটি উক্ত ঘাট থেকে ফরিদপুর সিএন্ডবি ঘাটের উদ্দেশ্যে রওয়ানা হলে এক শ্রমিক পানিতে পরে গিয়ে নিখোঁজ রয়েছে বলে জানা যায়।
নিখোঁজ শ্রমিক হলো-ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শৈলমারী গ্রামের মুজিবর শেখের ছেলে আরিফ শেখ (৪৫)। উক্ত শ্রমিক নিখোঁজের পর চরভদ্রাসন ফায়ার ষ্টেশন, ফরিদপুর নৌপুলিশ ও ফরিদপুর ডুবুরী দল ঘটনাস্থলে নিখোঁজ শ্রমিকের সন্ধানে তল্লাশি অভিযান পরিচালনা করছেন। কিন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শ্রমিকে কোনো সন্ধান পাওয়া যায় নাই।
জানা যায়, উক্ত শ্রমিক বলগেটে বালু লোড-আনলোডের মজুর হিসেবে কাজ করতো। ঘটনার দিন বিকেলে উপজেলার টিলার চর গ্রামে পদ্মার ঘাট থেকে বলগেটটি ফরিদপুর জেলার সিএন্ডবি ঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়। এ সময় বলগেটটি মোড় ঘুরতে পদ্মা নদীতে পিছন দিকে যেতে থাকলে হঠাৎ শ্রমিক আরিফ শেখ বলগেট থেকে পদ্মায় পড়ে নিখোঁজ হয়। পরবর্তিতে বলগেটে থাকা অন্যান্য শ্রমিকরা আরিফ শেখকে না দেখে পদ্মা নদীতে খুঁজতে থাকে এবং চরভদ্রাসন ফায়ার সর্ভিসকে খবর দেয়। কিন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শ্রমিকের সন্ধান পাওয়া যায় নাই বলে জানা যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন জানান, “ ঘটনার পর থেকে পদ্মা নদীর উক্ত পয়েন্টে নৌপুলিশ ও ডুবুরী দল তলল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। কিন্ত পদ্মা নদীর উক্ত পয়েন্টে প্রচন্ড স্রোত থাকায় এখনো নিখোঁজ শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায় নাই”।
আর উপজেলা ফায়ার ষ্টেশন মাষ্টার মোর্তাজা ফকির জানান, “ চব্বিশ ঘন্টা পার হলে পানিতে ডুবে নিখোঁজ ব্যাক্তির লাশ স্বভাবতই ভেসে উঠার সম্ভাবনা থাকে। তাই আগামীকাল দুপুর পর্যন্ত অপেক্ষা করে আবার তল্লাশি অভিযান চালানো হবে”।