বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি'র ) ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেলেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া।
সংসদীয় আসন ৫৫, রাজশাহী- ৪ বাগমারায় বিকেলে সামাজিক যোগাযোগ মাধমে প্রকাশ পায় যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি'র ) প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন ডিএম জিয়া।
চায়ের স্টল, পাড়া, মহল্লায় চিঠি প্রাপ্তির বিষয়টি নিয়ে সব শ্রেণি পেশার লোকজনের মধ্যে আলোচনা করতে শোনা গেছে।
দলীয় একটি সূত্র জানায়, কৌশলগত কারণে প্রতিটি আসনে একাধিক বিএনপি নেতা-কর্মীরা মনোনয়ন তুলবেন। যদিও এ পর্যন্ত ডিএম জিয়া ছাড়াও অপর চারজন বিএনপি নেতা নমুনেশন উত্তোলন করেছেন।
ডিএম জিয়াউর রহমান জিয়া চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় বিষয়টি নিজ ভেরিফাইড় পেজে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়ন পত্রটি বুধবার বিকেলে প্রকাশ করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নপত্রে ১৭ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ উল্লেখ আছে ।
এর পর থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী, শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগ মাধম থেকে ডাউনলোড করে তা নিজ নিজ ফেজবুকে আপলোড করতে থাকেন। ( ২৪ ডিসেম্বর) বুধবার বাগমারা উপজেলায় টপ অব দ্যা ভিলেজ ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ তারিখ দেশে প্রত্যাবর্তন এবং ডিএম জিয়ার চূডান্ত মনোনয়ন প্রাপ্তি ।
বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া'র চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তির মধ্য দিয়ে দীর্ঘ দিনের নানা জল্পনা কল্পনার অবসান ঘটলো। তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মধ্যে চাঙ্গা ভাব লক্ষ্য করা গেছে।
মুঠোফোনে রাজশাহী-৪ বাগমারা আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া মহান আল্লাহ পাকের প্রতি শুকরিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও বাগমারা বাসীর নিকট দোয়া, সমর্থন এবং ভোট প্রার্থনা করেছেন।