গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের দক্ষিন সাহাবাজ গ্রামে বসতবাড়ির জমি জবর দখল করে গাছপালা কেটে নেয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে ভূক্তভোগী পরিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছেন বুধবার ।
জানা গেছে, বিগত ২০১২ সালে ওই গ্রামের মো. রুবেল সরকার বাবু পাশ্ববর্তী দশলিয়া গ্রামের মো. আজিজার রগমানের নিকট হতে পাঁচ শতক জমি কবলা মুলে খরিদ করে ভোগ দখল করে আসছে। ইতোমধ্যে বাবু ওই জমিতে বাঁশের আড়াসহ বিভিন্ন গাছপালার বাগান গড়ে তুলেছেন। হঠাৎ করে মঙ্গলবার আজিজার রহমানের লোকজন ওই জমি তাদের দাবি করে জবর দখল করে এবং অর্ধশতাধিক বাঁশসহ গাছপালা কেটে নেয়। সেই সাথে ওই জমিতে গেলে বাবুকে দেখে নেয়ার হুমকি দেয়।
রুবেল সরকার বাবু বলেন, স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে প্রতিকার চেয়ে উপজেলা নিবার্হী অফিসার বরাবর আবেদন করেছেন। এ ব্যাপারে আজিজার রহমানের সাথে বহুবার যোগাযোগ করে তার মতামত নেয়া সম্ভার হয়নি।
সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, বিষয়টি তিনি জানেন। ঘটনাস্থল পরিদর্শন করে, উভয় দলকে ইউনিয়ন পরিষদে ডেকে মিমাংসার চেষ্টা করা হবে।
থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, বিষয়টি তিনি ৯৯৯ মাধ্যমে জেনেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। উভয় দলকে কাগজপত্রসহ থানায় ডেকে এসেছেন। কাগজপত্রের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলি বলেন, আবেদনটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।