আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের জন্য জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীগণ। বুধবার সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয় হতে মনোয়ন পত্র সংগ্রহ করেন উপজেলা জাতীয় পাটির ভারপ্রাপ্ত সভাপতি মো. আনছার আলী সরদার ও সাধারন সম্পাদক মো. আব্দুল মান্নান মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাপার সহসভাপতি মাওলানা মো. আবুল হোসেন, এটিএম এনামুল হক মন্টু, মো. জহুরুল হক বাদশা, পৌর জাপার সাধারন সম্পাদক মো. জোবাইদুর রহমান চান্দ, জাপা নেতা, কাওছার রহমান হান্নু, রেজাউল হক রেজা, রেজাউল ইসলাম রানা, ইসমাইল হোসেন মুক্তি, আব্দুর রাজ্জাকসহ উপজেলা, ইউনিয়ন জাতীয় পাটিও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ ।
উপজেলা জাপার সাধারন সম্পাদক আব্দুল মান্নান মন্ডল বলেন, জাপা মহাসিচব বর্তমান সময়ের একজন স্বচ্ছ ও পরিচিত রাজনীতি বিদ এবং সুন্দরগঞ্জের গর্ব। ভূলত্রুটি মানুষের মাঝে থাকতে পারে, সবকিছু সংশোধণ করে দেশের এই ক্লান্তিলগ্নে মানুষ অবশ্যই জাতীয় পাটিকে আবারও জয়ী করবেন। সুষ্ঠু বর্িাচন হলে অবশ্যই জাতীয় পাটি গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে জয়ী হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন দলীয় ব্যস্ততার কারনে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী আসতে পারেন নাই। অল্প সময়ের মধ্যে তিনি এলাকায় আসবেন।