সংবর্ধনা মঞ্চের পথে তারেক রহমান, পথে পথে জনতার অভিবাদন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৫, ০২:৩২ পিএম
সংবর্ধনা মঞ্চের পথে তারেক রহমান, পথে পথে জনতার অভিবাদন

দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফেরার পর রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা মঞ্চের দিকে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টা ২২ মিনিটে তার গাড়িবহর বিমানবন্দর এলাকা ছাড়ে। কাওলা বাসস্ট্যান্ড পার হয়ে বহরটি ধীরে ধীরে সংবর্ধনার বিশাল মঞ্চের দিকে এগোতে থাকে।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে দেশে ফেরার এই মুহূর্তকে ঘিরে সকাল থেকেই বিমানবন্দর ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ছিল প্রবল উত্তেজনা ও আবেগ।

বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর ভিআইপি লাউঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। সেখানে নেতাদের সঙ্গে কুশল বিনিময় ও আলিঙ্গনের পাশাপাশি পারিবারিকভাবে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু।

বিমানবন্দর থেকে বের হয়ে বুলেটপ্রুফ গাড়ি বাদ দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল সবুজ রঙের একটি বাসে ওঠেন তারেক রহমান। যৌথবাহিনীর কড়া নিরাপত্তায় বাসটি সংবর্ধনা মঞ্চের পথে রওনা হয়। বাসের সামনে দাঁড়িয়ে তিনি রাস্তার দুই পাশে অপেক্ষমাণ নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পথে পথে জনতার অভিবাদনের জবাবে তারেক রহমানের এই উপস্থিতি পুরো এলাকায় আবেগঘন পরিবেশ তৈরি করে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তৈরি করা হয়েছে ৪৮ ফুট বাই ৩৬ ফুটের বিশাল সংবর্ধনা মঞ্চ। গত রোববার দুপুর থেকে শ্রমিকদের দিনরাত পরিশ্রমে মঞ্চটি প্রস্তুত করা হয়েছে। সংবর্ধনা কমিটির সদস্যরা সার্বক্ষণিক তদারকি করছেন। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও সংবর্ধনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী আশা প্রকাশ করে বলেন, “২৫ ডিসেম্বর তারেক রহমান আসবেন, ওইদিন এই এলাকা মানুষের মহামিলন ও মহামেলায় পরিণত হবে। আমরা বিশ্বাস করি, সংবর্ধনা অনুষ্ঠানে লাখ লাখ মানুষের সমাগম হবে।”

দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরা তারেক রহমানের এই যাত্রা বিএনপির নেতাকর্মীদের কাছে শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং আবেগ, প্রত্যাশা ও নতুন শুরুর প্রতীক হয়ে উঠেছে।

আপনার জেলার সংবাদ পড়তে