ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের মনোনয়নপত্র গ্রহন

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪৪ পিএম
ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের মনোনয়নপত্র গ্রহন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪(কালীগঞ্জ)আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের নেতাকর্মীরা।

বুধবার বিকালে ঝিনাইদহ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলটির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, যুব অধিকার পরিষদের মিশন আলী প্রমুখ।ঝিনাইদহ-৪ আসন কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন,একটি পৌরসভা ও ঝিনাইদহ সদরের ৪টি ইউনিয়নের সমন্বয়ে এ আসনটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২০টি ভোট কেন্দ্রে ৩ লাখ ৩৩ হাজার ৪৬১ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। তিনি ঐ গ্রামের নবাই বিশ্বাসের ছেলে।

ভোটার রয়েছে পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ২৫৬ হাজার জন, নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ২০০ জন ও হিজড়া ভোটার রয়েছেন ৫ জন।

আপনার জেলার সংবাদ পড়তে