চাটমোহরে বড়দিন উদযাপিত

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৪:১১ পিএম
চাটমোহরে বড়দিন উদযাপিত

পাবনার চাটমোহরে বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে নানা আয়োজনে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) উদযাপিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’। উপজেলার ১২টি খ্রিস্টান পল্লি উৎসবমুখর হয়ে উঠে। বড়দিন উপলক্ষে উপজেলার মথুরাপুর ধর্মপল্লীর গীর্জায় অনুষ্ঠিত হয় কীর্তন,প্রার্থনা,ধর্মীয় আলোচনা,কেককাটা,শুভেচ্ছা বিনিময়,মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলার মথুরাপুর,কাতলী,উথুলী,লাউতিয়া,চাচকিয়া ও ফৈলজানা এলাকার ক্যাথলিক ও ব্যাপ্টিস্ট সম্প্রদায়ের ১১টি গীর্জায় বড়দিনের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বড়দিনের অনুষ্ঠানে সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী,সহকারি পুলিশ সুপার আবু বকর সিদ্দিক,থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার হোসেন,বিএনপি নেতা আবুল কালাম আজাদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে