ভারত ফেরত জেলেদের প্রতিক্রিয়া

ভারতীয়দের ছাড়াতেই বাংলাদেশিদের ধরা হয়েছিল

এফএনএস
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৫, ০৭:৪১ পিএম
ভারতীয়দের ছাড়াতেই বাংলাদেশিদের ধরা হয়েছিল

২৪ দিন পর মুক্তি পেয়েছেন ৯০ জন বাংলাদেশি জেলে-নাবিক, যারা ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হয়ে ভারতে ছিলেন। মুক্তির পর, তারা অভিযোগ করেছেন যে, তাদের বিনা অপরাধে আটক করা হয়েছিল এবং ভারতীয় কর্তৃপক্ষ তাদেরকে আটক রাখার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে আটক থাকা ভারতীয় জেলেদের মুক্তি দেওয়া।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড তাদের পরিবার ও ফিশিং ভেসেলের মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। তাদের দেশে ফেরার সময় আবেগঘন মুহূর্ত সৃষ্টি হয়, যখন দীর্ঘ অপেক্ষার পর তাদের পরিবারের সদস্যরা তাদের কাছে এসে পৌঁছান। ৯০ জেলে-নাবিকদের মধ্যে কিছু সদস্যের চোখে ছিল অশ্রু, যে যন্ত্রণা তারা ২৪ দিনের বন্দীদশায় ভোগ করেছেন, তা অনুভব করা যায়।

কোস্টগার্ডের পূর্বজোনের জোনাল কমান্ডার জহিরুল হক সংবাদ সম্মেলনে জানান, ভারতের কোস্টগার্ডের অভিযোগ ছিল যে, বাংলাদেশি ফিশিং ভেসেল দুটি তাদের জলসীমায় মাছ ধরছিল, যার ফলে তাদের আটক করা হয়েছিল। তবে জেলে-নাবিকদের দাবি, তারা বাংলাদেশের সমুদ্রসীমার মধ্যে মাছ ধরছিলেন এবং ভারতীয় কোস্টগার্ড তাদেরকে আটক করে তাদের সীমানায় নিয়ে যায়। তারা আরও জানান, ভারতের কোস্টগার্ড তাদের আটক করার পর বলেছিল, তাদের কিছু ভারতীয় জেলে বাংলাদেশে আটক আছে, তাদের মুক্তি দিলেই তারা ছেড়ে দেবে।

ফিরে আসা জেলে-নাবিকদের মধ্যে এফভি মেঘনা-৫ এর ক্যাপ্টেন রাহুল বিশ্বাস এবং এফভি লাইলা-২ এর সেকেন্ড অফিসার সাজেদুল ইসলাম অভিযোগ করেন, তাদের জোর করে ভারতে নিয়ে যাওয়া হয়েছে এবং বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত ছিল। তাদের দাবি, ভারতীয় কোস্টগার্ড তাদের আটক করার পর জানিয়েছিল যে, তারা বাংলাদেশে আটক থাকা ভারতীয় জেলেদের ছাড়াতে চাচ্ছিল, এবং তাদের বন্দি করে তা সম্ভব হয়েছে।

কুমিল্লার গৌরপুর উপজেলার মো. ফেরদৌস, যিনি এফবি লাইলা-২ জাহাজের লস্কর হিসেবে কাজ করতেন, তার মা হাসিনা বেগম ২৪ দিন পর ছেলেকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত হন। তিনি বলেন, "আমার তো মনে হচ্ছে, পাঁচ বছর পর ছেলেকে পেয়েছি।" ফেরদৌসও জানান, তারা বিনা অপরাধে আটক হয়েছেন, এবং ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করার পরে কিছু বলার সুযোগ দেয়নি।

এদিকে, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে আটক বন্দিদের বিনিময় চলছে। গত ৫ জানুয়ারি ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে ৯৫ ভারতীয় জেলে ও ছয়টি ফিশিং বোট হস্তান্তর করেছে। বাংলাদেশের কোস্ট গার্ডের সদস্যরা এফভি লাইলা-২ এবং এফভি মেঘনা-৫ সহ ৯০ জেলে-নাবিককে দেশে ফিরিয়ে আনেন।

এই ঘটনার পর, বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তারা বলেছেন, তারা ঘটনাটি যাচাই করে দেখবেন এবং দুদেশের মধ্যে হওয়া সমঝোতার আলোকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

আপনার জেলার সংবাদ পড়তে