বরিশালের বাবুগঞ্জ উপজেলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। ২৫ ডিসেম্বর শনিবার গভীর রাতে উপজেলার কেদারপুর ইউনিয়নের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের তত্ত্বাবধান করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। তাঁর উদ্যোগে রাতের বেলায় সরাসরি শীতার্ত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় কম্বল।উপজেলা প্রশাসনের এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পায়। শীতের তীব্রতায় কষ্টে থাকা মানুষগুলো এ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা জানান।