ইসলামপুরে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেলেন সুলতান মাহমুদ বাবু

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৯ পিএম
ইসলামপুরে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেলেন সুলতান মাহমুদ বাবু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৯ জামালপুর-০২ ইসলামপুর আসনের বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেলেন এ. ই. সুলতান মাহমুদ বাবু। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আনুষ্ঠানিক ভাবে সুলতান মাহমুদ বাবুর হাতে তার স্বাক্ষরিত মনোনয়ন পত্র তোলে দেন। এ. ই. সুলতান মাহমুদ বাবু এর বিএনপির নিবন্ধন নম্বর ০০৭ অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলটির মনোনীত প্রার্থী তিনি। পত্রে সুলতান মাহমুদ বাবুর ভোটার নম্বর ৩৯৮৬৮৬৯৮২৮ উল্লেখ্য রয়েছে। 

দলীয় সূত্র জানাযায়, জামালপুর-২ আসনকে সামনে রেখে ইতোমধ্যে বিএনপি সাংগঠনিকভাবে সক্রিয়তা বাড়িয়েছে। তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করাসহ সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ জোরদার করা অব্যাহত রয়েছে একই সঙ্গে মনোনীত প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর হচ্ছে বলে জানিয়েছেন। এদিকে বিএনপির মনোনয়ন ঘোষণার খবরে ইসলামপুর উপজেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

মনোনয়ন পত্র হাতে পেয়ে প্রার্থী সুলতান মাহমুদ বাবু দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার প্রতি সম্মান ও মাগফেরাত কামনাসহ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতৃবৃন্দ বিভাগ,জেলা ও উপজেলার নের্তৃবৃন্দের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, যে ভাবে “দল আমার ওপর আস্থা রেখেছে, আমি এলাকার ভোটারদের সার্বিক সহযোগিতায় সর্বোচ্চ চেষ্টা করব। আমি জনগণের অধিকার আদায়ে বিএনপির রাজনীতি কর্মসূচি নিয়ে মাঠে থাকব বলে জানান।