অল্পের জন্য যাত্রীদের প্রাণ রক্ষা

মতলবের মেঘনায় ঘন কুয়াশায় লঞ্চ-বাল্কহেড সংঘর্ষ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ২৬ ডিসেম্বর, ২০২৫, ০১:১৮ পিএম | প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৫, ০১:১৮ পিএম
মতলবের মেঘনায় ঘন কুয়াশায় লঞ্চ-বাল্কহেড সংঘর্ষ

চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার কবলে দুটি লঞ্চের সংঘর্ষে চারজন নিহত এবং কমপক্ষে বিশজন যাত্রী আহত হবার ঘটনার রাতে আরে দুর্ঘটনায় মতলবে লঞ্চ-বাল্কহেড সংঘর্ষে অল্পের জন্য যাত্রীদের প্রাণ রক্ষা পেয়েছে বলে খবর পাওয়া গেছে।

ঢাকার সমাবেশ শেষে ফেরার পথে  চাঁদপুরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীবাহী লঞ্চ ইমাম হাসান-৫ এ থাকা কয়েকশত যাত্রী। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর২০২৫) গভীর রাতে ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর মোহনপুর এলাকায় নদীতে নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে লঞ্চটির সংঘর্ষ ঘটে।

হঠাৎ বিকট শব্দে লঞ্চে থাকা যাত্রীদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তারা দ্রুত লঞ্চ ত্যাগ করে পাশের তীরবর্তী এলাকায় নিরাপদ আশ্রয় নেন। খবর পেয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেন।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, রাতের ঘন কুয়াশায় লঞ্চটি ধীরগতিতে চাঁদপুরমুখী ছিল। দৃশ্যমানতা কম থাকায় রুট নির্ধারণে সমস্যা দেখা দিলে সামনে থাকা বাল্কহেডটি নজরে না আসায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই লঞ্চটি তীরে নোঙর করা হয় এবং যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

মেঘনায় শীতের রাতে কুয়াশা ঘন হওয়ায় নৌযান চলাচলে ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এ ধরনের দুর্ঘটনা রোধে নৌযান চালকদের সতর্কতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, সংঘর্ষের খবর জানার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদে তীরে সরিয়ে নেওয়া হয়। পরে বিকল্প লঞ্চ ইমাম হাসান-২, স্পিডবোট ও সড়কপথে যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে