সৈয়দপুরে রাস্তায় পড়ে থাকা এক মায়ের ঠাঁই হল বৃদ্ধাশ্রমে

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৫, ০৭:৪৫ পিএম
সৈয়দপুরে রাস্তায় পড়ে থাকা এক মায়ের ঠাঁই হল বৃদ্ধাশ্রমে

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নে রাস্তায় পড়েছিল এক বৃদ্ধা। ওই বৃদ্ধার বয়স আনুমানিক ৬৫ বছর হবে। তিনি ছিলেন শারীরিকভাবে খুবই অসুস্থ। পারেন না হাঁটতে।রাতের আঁধারে তাকে রাস্তায় ফেলে দিয়ে যায় কে বা কাহারা। ওই বৃদ্ধার নাম রেহানা বেওয়া। বাসা সৈয়দপুর শহরের বাঁশবাড়ী মহল্লায়। আপন বলতে তার কেউ ছিল না বলে জানা যায়।

গত ৬ জানুয়ারি তাকে বাসা থেকে প্রায় ৫ কিলোমিটার দুরে ফেলা দেয়া হয়। তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে এগিয়ে আসে এলাকার লোকজন। পরে এলাকার লোকজন তাকে গরম কাপড় দিয়ে শীত নিবারণের চেষ্টা করে।

তারপর পাশ্ববর্তী কিশোরগঞ্জ উপজেলার নিরাপদ সাজু বৃদ্ধাশ্রমের চেয়ারম্যান সাজেদুর রহমান সাজুকে খবর দিলে তিনি মাইক্রোবাস নিয়ে এসে

বৃদ্ধাকে তার বৃদ্ধাশ্রমে নিয়ে যান। বর্তমানে ওই হতভাগি সেখানে মাথা গুঁজার ঠাঁই পেলেন।

 কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান,কে বা কাহারা ওই বৃদ্ধাকে ফেলে দিয়ে যায়। তিনি ছিলেন শারীরিকভাবে অসুস্থ। তার গায়ে জ্বরও ছিল প্রচন্ড।

বাঁশবাড়ী মহল্লার জরিনা নামে এক মহিলা জানান,অনেক আগে ওই বৃদ্ধার স্বামী মারা যায়।

তার একটি মাত্র ছেলে সন্তান ছিল। ওই ছেলের বিয়ে দেন তিনি। কিন্তু হঠাৎ ছেলে মারা গেলে তার স্ত্রী অন্যত্র বিয়ে বসে। এক কথায় বৃদ্ধা বড় অসহায় অবস্থায় পড়ে ছিল। 

কিশোরগঞ্জ বৃদ্ধাশ্রমের চেয়ারম্যান সাজেদুর রহমান সাজু বলেন, খবর পাওয়া মাত্র আমি ছুটে আসি। কারণ এ ধরনের মা বাবার জন্যেই তো আমি বৃদ্ধাশ্রম করেছি। তিনি যতদিন থাকতে চান।ততোদিন আমার এখানে থাকতে পারবেন।

আপনার জেলার সংবাদ পড়তে