বাংলাদেশী জুয়েলার্স অ্যাসোসিয়েশন(বাজুস) যশোরের অভয়নগর উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এবং আগামী ৩ বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা শাখার সভাপতি সুশীল কুমার দাস ঝন্টু। সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মোল্লা, সহ-সাধারণ সম্পাদক গৌতম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মল্লিক খলিলুর রহমান, দপ্তর সম্পাদক দেবাশীষ ভদ্র, নির্বাহী সদস্য নিজাম উদ্দিন সর্দারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা জুয়েলার্স শিল্পের বর্তমান অবস্থা, ব্যবসায়ীদের সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা সংগঠনের ঐক্য ও কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সাধারন সভা শেষে, সাধারণ সদস্যদের প্রস্তাব ও সমর্থনে আগামী তিন বছরের জন্য ৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হন সুশীল কুমার দাস ঝন্টু ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মোল্লা। এ ছাড়া কন্ঠো ভোটে নির্বাচিত হন সহ-সভাপতি স্বপন মুস্তাফি, সহ-সাধারণ সম্পাদক গৌতম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মল্লিক খলিলুর রহমান, কোষাধ্যক্ষ সুজিত হালদার, দপ্তর সম্পাদক দেবাশীষ ভদ্র এবং নির্বাহী সদস্য হিসেবে নিজাম উদ্দিন সরদার ও প্রদীপ দাস নির্বাচিত হন। সভা শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সভার কর্যক্রম সম্পন্ন হয়েছে। সভাটি সঞ্চালন করেন মল্লিক খলিলুর রহমানও গৌতম কুমার বিশ্বাস।