সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারে নোঙর করা একটি পর্যটকবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাঁকখালী নদীতে আগুনে জাহাজটির বড় অংশ পুড়ে গেলেও সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে সেন্ট মার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজে আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় জাহাজটিতে কোনো পর্যটক না থাকায় হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার পরপরই তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়। তিনি বলেন, “আগুনে জাহাজটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার সময় জাহাজে কোনো পর্যটক ছিলেন না।”
বিআইডব্লিউটিএ কক্সবাজার নদী বন্দরের পোর্ট অফিসার মো. আব্দুল ওয়াকিল জানান, সকালে দ্বিতীয় দফায় পর্যটক ওঠানোর প্রস্তুতির সময় জাহাজটি ঘাট থেকে প্রায় দুইশ মিটার দূরে অবস্থান করছিল। ওই সময় হঠাৎ করে জাহাজে আগুন ধরে যায়। তিনি বলেন, “ঘটনার পরপরই জাহাজে থাকা নাবিক ও কর্মকর্তা কর্মচারীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।”
সকাল ৯টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানান তিনি। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।
সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুরও অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, পর্যটক না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।