কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্রে মিসাইল ফায়ারিং, নৌযান চলাচলে সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৫, ০১:১৫ পিএম
কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্রে মিসাইল ফায়ারিং, নৌযান চলাচলে সতর্কতা জারি

কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় সামরিক মহড়ার অংশ হিসেবে মিসাইল ফায়ারিং পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এ কারণে ওই এলাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারসহ সব ধরনের নৌযানকে নির্দিষ্ট সময় অবস্থান ও চলাচল এড়িয়ে চলতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, সোমবার (২৯ ডিসেম্বর) এবং মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এই মিসাইল ফায়ারিং কার্যক্রম পরিচালিত হবে। মহড়াকালীন সময় জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সতর্কতা দেওয়া হয়েছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌবাহিনীর এই প্রশিক্ষণ কার্যক্রম চলাকালে কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকা ঝুঁকিপূর্ণ থাকবে। তাই সংশ্লিষ্ট সময়ের মধ্যে কোনো ধরনের নৌযান, বিশেষ করে মাছ ধরার নৌকা ও ট্রলারকে ওই এলাকায় না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

নৌ নিরাপত্তা সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত সামরিক মহড়ার অংশ হিসেবেই এ ধরনের ফায়ারিং কার্যক্রম পরিচালিত হয়। তবে আগাম সতর্কতা জারি থাকায় জেলেদের জন্য নিরাপদ বিকল্প পথ বা সময় বেছে নেওয়ার সুযোগ থাকে।

আইএসপিআর আরও জানায়, নির্ধারিত সময় শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে নৌযান চলাচলে আর কোনো বিধিনিষেধ থাকবে না।

আপনার জেলার সংবাদ পড়তে