ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় রাতে ঘুরে ঘুরে অসহায়দের কম্বল পৌঁছে দিলেন ইউএনও। তীব্র শীতের কারণে চরম দুর্ভোগে আছেন অসহায় সাধারণ মানুষ। শীতবস্ত্রের অভাবে শিশু, বৃদ্ধ ও নারীরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।
এমন পরিস্থিতিতে গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল হক । ফুলবাড়িয়া পুরাতন গরুহাটা মাদ্রাসায় এতিমদের মধ্যে শীতবস্ত্র বিতরণ সহ দরিদ্র পরিবার, বিভিন্ন মাদ্রাসা সহ উপজেলার বিভিন্ন স্থানে দরিদ্র মানুষদের হাতে কম্বল তুলে দেন।
ফুলবাড়িয়া পুরাতন গরুহাটা মাদ্রাসার সভাপতি এবি ছিদ্দিক বলেন, এতিমদের জন্য এমন রাতে কেউ কম্বল নিয়ে আসবে তা কখনো ভাবিনি। ইউএনও নিজে মাদ্রাসায় এসে এতিম ছাত্রদের কম্বল দিয়েছেন। হাফেজ মাওলানা মুফতি ইমাম জোবায়ের আহামেদ জানালেন, এতিম ছাত্র সবাই শীতের কারণে কষ্টে ছিল। এখন কম্বল পেয়ে রাতে ঘুমানো অনেক সহজ হয়ে গেছে।’
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বরাদ্দ সীমিত হলেও প্রকৃত উপকার ভোগীদের কাছে শীতবস্ত্র পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ইউএনও আরিফুল ইসলাম বলেন, শীতে সবচেয়ে বেশি কষ্টে থাকে। বরাদ্দ কম হলেও আমরা চাই, যেন কেউ শীতের কারণে অসহায় না থাকে। গভীর রাতে আসার মূল উদ্দেশ্য ছিল তাদের শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব করা।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, প্রশাসনের এই মানবিক উদ্যোগ শীতকালে তাদের দুর্ভোগ অনেকটাই কমাবে এবং ভবিষ্যতেও এই ধরনের সহায়তা চালু থাকবে।