মির্জাপুর আল-জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৫ম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৪ পিএম
মির্জাপুর আল-জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৫ম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল

মির্জাপুর আল-জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর উন্নয়নকল্পে ৫ম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অন্ধ হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সিরাজি ও প্রধান বক্তা বাংলাদেশ মাজলিসুল মুফাচ্ছিরিন দিনাজপুর এর অর্থ সম্পাদক মাওলানা মোফাজ্জল হোসেন মুজাহিদ বক্তব্য পেশ করেন।

সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ সাইদুল ইসলাম, সহ-সভাপতিত্ব করেন মির্জাপুর আল জামিয়া ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোডিং এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আল-মামুন ইসলাম।

বিশেষ অতিথি বিরল উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক ও ৭নং বিজোড়া ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান (মিলন), কোষাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম (রেন্টু), ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

দ্বিতীয় বক্তা আগ্রা বালিয়াদিঘী হাবিবিয়া হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম উদীয়মান তরুণ বক্তা ও মুফাচ্ছেরে কোরআন হাফেজ ক্বারী আবু রায়হান (দিনাজপুরী), তৃতীয় বক্তা হাফেজ মোঃ আরমান আলী বক্তব্য রাখেন।

সার্বিক ব্যবস্থাপনায় মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ রুবেল ইসলাম ও মাহফিল পরিচালনা করেন মুহতামিম হাফেজ মোঃ হাশিম ইসলাম।