মোতালেব সিকদারকে গুলিবিদ্ধ ঘটনার আসামী ডিকে শামীমকে গ্রেফতার

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৬ পিএম
মোতালেব সিকদারকে গুলিবিদ্ধ ঘটনার আসামী ডিকে শামীমকে গ্রেফতার

মহানগরীতে  মোতালেব সিকদার (৪২)কে গুলিবিদ্ধ করার ঘটনার অন্যতম আসামি ডি.কে শামীম উরফে ঢাকাইয়া শামীমকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ র‌্যাব প্রতিষ্ঠালগ্ন হতে, বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

*এরই ধারাবাহিকতায় গতকাল রাতে (২৬ ডিসেম্বর ২০২৫) র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনা মহানগরীর বসুপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ মোতালেব সিকদারকে গুলিবিদ্ধ করার ঘটনায় গুলি নিক্ষেপকারী সন্ত্রাসী ডি.কে শামীম উরফে ঢাকাইয়া শামীম (৩২), পিতা: শামসুল হক, মাতা: সালেহা বেগম, গ্রাম: গোবরচাকা, থানা: সোনাডাঙা, জেলা: খুলনাকে গ্রেফতার করে* ।

ডি.কে শামীম উরফে ঢাকাইয়া শামীমের বিরুদ্ধে খুলনা মহানগরীর একাধিক থানায় মাদক, দস্যুতা, বিশেষ ক্ষমতা আইন সহ মোট ০৭ (সাত) টি মামলা রয়েছে। 

একই অভিযানে শামীমের অপর সহযোগী মাহাদিন (২১), পিতা: মৃত শেখ ইব্রাহিম, মাতা: তাসলিমা বেগম, গ্রাম: গোবরচাকা, থানা: সোনাডাঙা, জেলা: খুলনাকেও গ্রেফতার করা হয়। গুলি নিক্ষেপ এর ঘটনার সময়, বর্ণিত মাহাদিনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে খুলনা মহানগরীর ১০৯ মজিদ সরণীর আল আকসা মসজিদ গলির "মুক্তা হাউজ" নামক বাসার নিচ তালায় অবস্থানকালে অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসী মোঃ মোতালেব সিকদারকে গুলিবিদ্ধ করে হত্যা চেষ্টা করেন। এ ঘটনায় মোতালেব সিকদারের স্ত্রী রহিমা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে সোনাডাঙা মডেল থানায় মামলা দায়ের করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিকে খুলনা মহানগরীর সোনাডাঙা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে র‌্যাবের অভিযান অব্যাহত আছে বলে র‌্যাব-৬ সূত্রে জানা গিয়েছে।