বাজিতপুরে কাফনের কাপড় পড়ে রাস্তায় ও সন্ধ্যায় মশাল মিছিল

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৫ পিএম
বাজিতপুরে কাফনের কাপড় পড়ে রাস্তায় ও সন্ধ্যায় মশাল মিছিল

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবালকে গত কয়েকদিন আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকা প্রধান কার্যালয়ে বিএনপির মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাথমিক মনোনয়ন দেন। সেই সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন এটি চূড়ান্ত নয়। যে কারো মনোনয়ন বাতিল হতে পারে। মনোনয়নকে কেন্দ্র করে মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে বাজিতপুর রেজু মার্কেটে কয়েক হাজার নেতা কর্মী সমাবেশে যোগদান করেন। একই সঙ্গে রাস্তার মধ্যে কয়েক শত নেতাকর্মী শেখ মজিবুর রহমান ইকবালের মনোনয়নের দাবীতে কাফনের কাপড় পড়েন। সমাবেশে বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, যে লোকটি ফ্যাসীবাদ সরকারের আমলে নেতা কর্মীদের জেল থেকে মুক্ত করেছেন। আজ তার মনোনয়ন নিয়ে তালবাহানা হচ্ছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, তার মনোনয়ন ছাড়া বিএনপি নেতাকর্মীরা মাঠ ছাড়বেন না। কর্মসূচী একের পর এক চলবে। এছাড়া সমাবেশে তার কয়েকশ নেতাকর্মী কাফনের কাপড় পড়ে রাস্তা শুয়ে পড়েন। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তফাজ্জল হোসেন বাদল, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফজল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, উপজেলা যুব দলের সভাপতি মস্তোফা আলী জাহাঙ্গীর, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক শেখ রাফিদ রহমান, ছাত্রদল সভাপতি শাহরিয়ার শামীম ও শ্রমিক দলের সভাপতি শেখ আলী আহসান সবুজ, বিএনপি নেতা রানা শিকদার, পৌর ছাত্র দলের আহ্বায়ক মোঃ সাকিম, কলেজ ছাত্র দলের আহ্বায়ক রিয়াদ আহম্মেদ সিমন সহ আরো অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ দিকে সন্ধ্যায় বাজিতপুর পৌর শহরে হাজার হাজার নেতা কর্মীরা মশাল মিছিল করেন।

আপনার জেলার সংবাদ পড়তে