বড়াইগ্রামে জামায়াত নেতাকে প্রাণনাশের হুমকি

এফএনএস (আপন; বড়াইগ্রাম, নাটোর) : | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৮ পিএম
বড়াইগ্রামে জামায়াত নেতাকে প্রাণনাশের হুমকি

বড়াইগ্রামে ফেসবুকে লাইভ করাকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক জামায়াত নেতাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী ও দলীয় নেতাকর্মীরা। এর আগে বৃহস্পতিবার রাতে ওই জামায়াত নেতা থানায় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোনাইল ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাহবুবুর রহমান। এ সময় জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি আজমত আলী, ভূক্তভোগী শ্রমিক কল্যাণ ফেডারেশনের জোনাইল ইউনিয়ন সেক্রেটারী জাহাঙ্গীর আলম ও সহকারি সেক্রেটারি হাফিজ উদ্দিন আলতাফসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

লিখিত বক্তব্যে জানা যায়, সম্প্রতি কুশমাইল জোলারপাড়ে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি ওসমান গণিকে আটকে রাখে। খবর পেয়ে ফেডারেশনের নেতাকর্মীরা সেখানে গেলে ছাত্রদল নেতাকর্মীরা হামলা করে। এতে পাঁচজন আহত হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে শ্রমিক নেতা জাহাঙ্গীর ফেসবুক লাইভে এসে ঘটনাটি তুলে ধরেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৪ ডিসেম্বর ছাত্রদল নেতা ছাব্বাব হক ছাবু’র নেতৃত্বে প্রতিপক্ষরা জোনাইল বাজারে জাহাঙ্গীরের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়। এতে বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

এ ব্যাপারে ছাত্রদল নেতা ছাব্বাব হক ছাবু’র কাছে জানতে চাইলে জাহাঙ্গীরের সঙ্গে তর্ক-বিতর্কের বিষয়টি স্বীকার করে হুমকি দেয়ার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন।