নাটোরের বড়াইগ্রামে এতিম, মাদরাসা শিক্ষার্থী ও শীতার্ত অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার রাতে এতিমখানা ও মাদরাসাসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম ও পাট কর্মকর্তা মোমিনুর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, বর্তমানে দেশজুড়ে শীতের তীব্রতা বেড়েছে। আমরা সরকারি ভাবে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করছি। এছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবী লোকজনসহ সবাইকে যার যার সাধ্য অনুযায়ী দরিদ্র অসহায়দের পাশে দাঁড়াতে হবে।