শহীদ হাদি হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি দ্রুত বিচার দাবি

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:২০ পিএম
শহীদ হাদি হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি দ্রুত বিচার দাবি

আধিপত্যবাদবিরোধী জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিল্পবী শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের দ্রুত বিচারের দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ইনকিলাব মঞ্চ ও সিলেট ইনকিলাব মঞ্চের যৌথ উদ্যোগে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘উই আর হাদি, উই ওয়ান্ট জাস্টিস’, ‘হাদির খুনিদের বিচার চাই’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন। পুরো কর্মসূচিজুড়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহীদ হাদির হত্যার বিচার দাবিতে সোচ্চার থাকেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাবিপ্রবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাফিজুল ইসলাম, সদস্য সচিব হীরা আক্তার, যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান অনু, রাকিবুল হাসান, নুর নবী হাসান, আরাফাত হোসেন, নয়ন মিয়া ও লোকমান মিয়া। এছাড়া যুগ্ম সদস্য সচিব আরিফ হোসাইন, আবরার বিন সেলিম, রুবেল মিয়া, হাসানুজ্জামান রাফি, আশিক রহমান ও তাওহীদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক শুয়াইব আহমেদ চৌধুরী, মিডিয়া সম্পাদক রাফসান আহমেদ নাসিম, পাঠচক্র-বিষয়ক সম্পাদক আবু নাঈম চৌধুরী, পরিবেশ ও পর্যটন সম্পাদক আবিদ খান মৌ এবং ক্রীড়া ও ডেভেলপমেন্ট সম্পাদক জুবায়ের রায়হান।

অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের অন্যান্য নেতাকর্মীদের মধ্যে আলতাফুর রহমান তাসনিম, মোস্তাফিজুর রহমান রায়হান, আদিব খান, মো. আবু ওবাইদা সিদ্দিকী, মো. শাহরিয়ার রশিদ, সাজেদুল কবির শাওন, তাজুল ইসলাম রুপক, আবরার আদিব, নিয়ামুল ইসলাম নিরব, ইশমামুল আমান, মোফাজ্জল আহমেদ শাকিল, মো. রবিউল, শাহরিয়ার নাফিজ, সাইয়েদ মানজির-ই-তাসনিম, আব্দুস শহিদ মুজাহিদ, তাসনিম আল মামুন, মারুফ হাসান তানিম ও এহতেশামুর রহমানসহ অনেকে অংশ নেন।

বক্তারা বলেন, বিল্পবী শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর। তাঁর হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তিকে নয়, বরং ন্যায়বিচার ও মুক্তচিন্তাকে হত্যা করার শামিল। তারা অবিলম্বে খুনিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে