এনসিপি ছাড়লেন তাসনিম জারা, ঢাকা-৯ থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৯ পিএম
এনসিপি ছাড়লেন তাসনিম জারা, ঢাকা-৯ থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। একই সঙ্গে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে তাসনিম জারা জানান, বাস্তবিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি লেখেন, খিলগাঁওয়েই তাঁর জন্ম ও বেড়ে ওঠা, আর সেই এলাকার মানুষের সেবা করাই ছিল সংসদে যাওয়ার মূল লক্ষ্য। নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার প্রতিশ্রুতি থেকে তিনি সরে আসেননি বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, “আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনীতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।”

এনসিপির পক্ষ থেকেও তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন  বলেন, “তাসনিম জারা একক সিদ্ধান্তে পদত্যাগ করেছেন। এ বিষয়ে তাঁর বক্তব্য আমার কাছে নেই।” এর আগে গত ১০ ডিসেম্বর এনসিপি ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করলে ঢাকা-৯ আসনে দলটির প্রার্থী হিসেবে তাসনিম জারার নাম ছিল।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে গিয়ে যে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সেটিও ফেসবুক পোস্টে তুলে ধরেন তিনি। তাসনিম জারা লেখেন, দলীয় প্রার্থী না হওয়ায় তাঁর কোনো স্থানীয় অফিস বা সংগঠিত কর্মীবাহিনী থাকবে না। সরকার ও প্রশাসনের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও সীমাবদ্ধতা থাকবে। এমন পরিস্থিতিতে ভোটারদের সরাসরি সমর্থনই তাঁর একমাত্র শক্তি বলে উল্লেখ করেন তিনি।

নির্বাচনি আইনি প্রক্রিয়ার কথাও স্পষ্ট করেন তাসনিম জারা। তিনি জানান, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে হলে ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর জমা দিতে হবে। সেই স্বাক্ষর সংগ্রহের কাজ রোববার (২৮ ডিসেম্বর) শুরু হবে বলে তিনি জানান। এক দিনে এত বিপুল সংখ্যক স্বাক্ষর সংগ্রহ কঠিন উল্লেখ করে তিনি স্বেচ্ছাসেবক ও স্থানীয়দের সহযোগিতা চান।

এদিকে, দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনি তহবিলে যারা অনুদান দিয়েছিলেন, তাদের অর্থ ফেরত দেওয়ার ঘোষণাও দিয়েছেন তাসনিম জারা। বিকাশের মাধ্যমে দেওয়া অর্থ নির্দিষ্ট ফর্ম পূরণের মাধ্যমে ফেরত নেওয়া যাবে বলে জানান তিনি। ট্রানজেকশন আইডি যাচাই করে যথাযথ প্রক্রিয়ায় টাকা ফেরত দেওয়া হবে বলেও উল্লেখ করেন।

সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনে তাসনিম জারার এই সিদ্ধান্ত নির্বাচনি মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আপনার জেলার সংবাদ পড়তে