পূর্ববিরোধের জেরে মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাড়িতে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। নৃশংস এই হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাতের মধ্যে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ঘটনাটি ঘটে। নিহত দুজন একই পরিবারের সদস্য এবং সম্পর্কে আপন ভাই।
নিহতরা হলেন ওই গ্রামের মৃত নিমার আলীর দুই ছেলে জামাল উদ্দিন ও আব্দুল কাইয়ুম। জামাল উদ্দিন কুয়েতপ্রবাসী ছিলেন এবং ছয় মাস আগে দেশে ফেরেন। তার বয়স ৫৫ বছর। ছোট ভাই কৃষক আব্দুল কাইয়ুমের বয়স ৪৮ বছর। হামলায় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে মো. জমির উদ্দিন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নিহত দুই ভাইয়ের সঙ্গে জমির উদ্দিন গংদের দীর্ঘদিনের বিরোধ ছিল। শনিবার সন্ধ্যার দিকে এই বিরোধকে কেন্দ্র করে আব্দুল কাইয়ুমের সঙ্গে কথা কাটাকাটি ও ঝগড়ার ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেরে বড় ভাই জামাল উদ্দিন ঘটনাস্থলে আসেন। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে জামাল ও কাইয়ুম ঘটনাস্থলেই মারা যান। হামলার সময় জমির উদ্দিনও আহত হন।
খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে পূর্ববিরোধজনিত হত্যাকাণ্ড হিসেবে দেখছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান বলেন, “নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।”
এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর অনেকে জানান, দীর্ঘদিনের বিরোধ থেকেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের পর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।