ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী শহীদ শরীফ ওসমান আল হাদি স্মরণে পাবনার চাটমোহরে গ্রাফিতি উন্মোচন করা হয়। চাটমোহর উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারের দক্ষিণে এবং উপজেলা পরিষদের সীমানা প্রাচীরে হাদি,সাঈদ,আবরার, মীর মুগ্ধর গ্রাফিতি আঁকেন শিশির,ফয়সাল,স্বপন,মাসুদ রানা,সবুজ, গোপালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত শুক্রবার এই গ্রাফিতি উন্মোচন করা হয়।
৩৬ জুলাই অমলিন ব্যনারে আয়োজিত গ্রাফিতি উন্মোচনের অন্যতম সদস্য মো. হাসানুজ্জামান সবুজ জানান, সাধারণ মানুষের মধ্যে হাদিদের দেশের জন্য আত্মত্যাগ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাড়ানোর সাহস (বল বীর চির উন্নত মম শির..) যোগাতে এই আয়োজন করা হয়।