হবিগঞ্জ-৪(চুনারুঘাট-মাধবপুর)আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস.এম.ফয়সল মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার দুপুরে সহকারি রিটানিং কর্মকতা ও উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ জাহিদ বিন কাশেম'র কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ এ.বি.এম. হুমায়ুন এবং সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফখাত আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা লায়েছুর রহমান দুলাল। এর আগে তার পিতা মরহুম সৈয়দ সঈদউদ্দিন ও ভাই সাবেক কৃষি প্রতিমন্ত্রী মরহুম সৈয়দ মোঃ কায়সার এর কবর জিয়ারত ও দোয়া মাহফিল করেন। এ সময় তিনি বলেন আজীবন মাধবপুর ও চুনারুঘাট এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। তারেক রহমানের নেতৃত্বে একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে ধর্ম, বর্ণ ও মতের ভিন্নতা নির্বিশেষে সব নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। আমরা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ চাই, যেখানে মানুষ নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হলে দেশ গণতন্ত্রের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে। নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হলেই রাষ্ট্রে জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।