দেশ একটি সংকটময় সময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর ভাষ্য, নানা ধরনের বক্তব্য, বিভ্রান্তি ও আন্দোলনের ভেতরে দেশকে অস্থির করে তোলার জন্য একটি মহল নীরবে কাজ করছে। এ অবস্থায় নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে দেশ আবার অন্ধকারের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি সতর্ক করেন।
ঠাকুরগাঁও শহরের মানবকল্যাণ পরিষদের প্রশিক্ষণকেন্দ্রে রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে স্থানীয় আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, “দেশ যেন আবার অন্ধকারের দিকে চলে না যায়, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। ভুল করেও নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। বিভেদ হলে চক্রান্তকারীরা সুযোগ নেবে, এতে দেশ ও জনগণ দুটোই ক্ষতিগ্রস্ত হবে।”
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন বানচাল করার চেষ্টা চলছে। তিনি আলেম ওলামাদের উদ্দেশে বলেন, “এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। সেটা যেন কেউ করতে না পারে, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আগামী পাঁচ বছরের জন্য দেশ কারা পরিচালনা করবে, তা এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে।”
বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়নের প্রশ্নই ওঠে না। তাঁর কথায়, “অনেকে বিভ্রান্তি ছড়ানোর জন্য বলে যে আমরা কোরআন ও সুন্নাহভিত্তিক আইন চাই না। নাউজুবিল্লাহ। আমরা অঙ্গীকারবদ্ধ, এই দেশে কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন করতে দেব না।” চরমোনাইয়ের পীরের সঙ্গে বৈঠকের সময়ও একই অবস্থান তুলে ধরা হয়েছিল বলে জানান তিনি।
ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে বিএনপির ভূমিকার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন এবং আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাসের কথা সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন। “আমাদের এই ইতিহাস ভুলে গেলে চলবে না,” বলেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে। “আমরা চাই নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠুক। যেখানে মানুষ শান্তিতে ইবাদত করতে পারবে, ধর্ম চর্চা করতে পারবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ দেশ গড়ে তোলা যাবে,” বলেন বিএনপির মহাসচিব।
জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে মির্জা ফখরুল বলেন, রংপুরের আবু সাঈদ, চট্টগ্রামের ওয়াসিমসহ যারা ওই আন্দোলনে প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। একই সঙ্গে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান।
সভায় তিনি অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান এবং আলেম ওলামাদের সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলামসহ স্থানীয় বিএনপি নেতারা ও ধর্মীয় ব্যক্তিত্বরা।