বাগমারায় ১৫ বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৯ পিএম
বাগমারায় ১৫ বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
দীর্ঘ সময় পর আবারও শুরু হয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষা। রাজশাহীর বাগমারা উপজেলায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছে। রোববার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল স্নাতক মাদ্রাসা কেন্দ্রে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং পরীক্ষার্থীদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। এ সময় তিনি কেন্দ্রের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর বাগমারা উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ১৫০০ শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষা বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।
আপনার জেলার সংবাদ পড়তে