রাজশাহীর তানোরে বিপুল সংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে নিজের মনোনয়নপত্র দাখিল করেছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের বিএনপি মনোনিত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। রবিবার দুপুরে সহকারী রিটার্ণিং অফিসার ও তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খানের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন দাখিলের পর মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বলেন, তানোর-গোদাগাড়ীর মানুষের উন্নয়ন অতিতে বিএনপির হাত ধরেই হয়েছে। তিনি নির্বাচিত হলে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন। তিনি বলেন, কৃষি নির্ভর তানোর ও গোদাগাড়ী উপজেলায় কৃষি নির্ভর শিল্প কারখানা গড়ে তোলা হবে। এছাড়াও নির্বাচনী ইস্তেহার অনুয়ায়ী তিনি এলাকার উন্নয়নে কাজ করতে চান। তিনি বলেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের জনগণের জীবনমান উন্নয়নে যা যা করা লাগে তার সবই করা হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তানোর বিএনপির সাবেক আহবায়ক আখেরুজ্জামান হান্নান, সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল, তানোর পৌর বিএনপির সাবেক সভাপতি একরাম মোল্লা, মুন্ডুমালা পৌর বিএনপির নেতা তৌহিদুর রহমান রেজা মাস্টার ও ফিরোজ কবীর প্রমুখ সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ই/তা