পাবনা-৩ (চাটমোহর -ভাঙ্গুড়া-ফরিদপুর) আসলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কেএম আনোয়ারুল ইসলাম। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরীর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরা, সাবেক ইউপি চেয়ারম্যান নজির সরকার, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস আলম মাস্টার, সাঈদ উল ইসলাম কাফি,ফরিদপুরের বিএনপি নেতা মজিবর রহমান,ভাঙ্গুড়ার লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কেএম আনোয়ারুল ইসলাম বলেন, আল্লাহর রহমতে জনগণের সহযোগিতায় জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলামী হীরা বলেন, আনোয়ার চাচা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। জনগণ আমাদের সাথে আছে। ঘোড়া মার্কা নিয়ে বিজয় নিশ্চিত করব ইনশাল্লাহ। মনোনয়নপত্র জমাদান শেষে মিষ্টি বিতরণ করা হয়।