ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের অন্ধকারে রেললাইনের একটি অংশ খুলে নেওয়ার ঘটনায় ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২৯ ডিসেম্বর) ভোর পাঁচটা দশ মিনিটের দিকে গফরগাঁও রেলস্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে সালটিয়া মাঠখোলা এলাকায় এ ঘটনা ঘটে। তারাকান্দি থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস ওই স্থানে পৌঁছালে ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। পরে ট্রেনের বাকি বগিগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
রেলওয়ে ও পুলিশ সূত্র জানায়, দুর্বৃত্তরা প্রায় ২০ থেকে ২১ ফুট রেললাইনের পাত ও নাটবল্টু খুলে সরিয়ে ফেলেছিল। ভোরের কুয়াশার কারণে ট্রেনটির গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গফরগাঁও রেলওয়ে স্টেশনমাস্টার মো. হানিফ আলী বলেন, “মনোনয়ন নিয়ে যারা আন্দোলন করছেন, তারা সাধারণত সকাল নয়টার পর মাঠে নামেন। কিন্তু ভোররাতে কে বা কারা এই নাশকতা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শেষে লাইন মেরামত করে চলাচল স্বাভাবিক করা হবে।”
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ময়মনসিংহ পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে আরএনবি সদস্যরা কাজ করছেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল থেকে মনোনয়নবঞ্চিত প্রার্থীদের সমর্থকেরা আন্দোলনে নামেন। ওই দিন দলীয় প্রার্থী হিসেবে সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামানকে চূড়ান্ত করা হয়। এর পরপরই কয়েকজন মনোনয়নপ্রত্যাশীর সমর্থকেরা বিক্ষোভ শুরু করেন।
শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এবং রোববার (২৮ ডিসেম্বর) দিনভর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নামে। টানা দুই দিন ধরে সড়ক ও রেলপথে যোগাযোগ ব্যাহত হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন বলেন, “রেললাইনের একটি অংশের নাট খুলে সরিয়ে ফেলা হয়েছে, যার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।”
রেলওয়ের প্রকৌশল বিভাগ জানায়, উদ্ধারকাজ শেষ হলে দ্রুত সময়ের মধ্যে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।