সীমান্ত নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মাদক ও চোরাচালানে সহযোগিতাকারী যেকোনো কর্মকর্তা বা সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করে দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সীমান্ত দিয়ে যেন কোনো অপরাধী, সন্ত্রাসী বা মাদক প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত ব্যবস্থাপনায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৌশলী ও দক্ষতার পরিচয় দিতে হবে। সীমান্ত ব্যবহার করে কোনো অপরাধী যেন দেশ ছাড়তে বা দেশে ঢুকতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে। একই সঙ্গে চোরাকারবারিদের আইনের আওতায় আনতে প্রয়োজনে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ের কথাও উল্লেখ করেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিজিবি এখন একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সীমান্ত সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিজিবির উন্নয়নে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সীমান্তে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে। স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা নিতে হবে এবং কোনোভাবেই সীমান্ত দিয়ে মাদক প্রবেশ করতে দেওয়া যাবে না।
বক্তব্যে শৃঙ্খলা, প্রশিক্ষণ ও কল্যাণের ওপর বিশেষ গুরুত্ব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “ডিসিপ্লিন, ট্রেনিং ও ওয়েলফেয়ার এই তিনটি বিষয় পাশাপাশি চলতে হবে। প্রশিক্ষণ ও শৃঙ্খলার ক্ষেত্রে কোনো ধরনের আপস করা যাবে না, একই সঙ্গে অধীনস্থ সদস্যদের কল্যাণের দিকেও সমানভাবে নজর রাখতে হবে।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে হবে। দেশের স্বার্থ শতভাগ রক্ষা করাই সরকারের প্রধান লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে তিনি মুক্তিযুদ্ধে বিজিবির সাহসিকতা ও আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহত ও পঙ্গুত্ববরণকারী ছাত্রজনতার প্রতি সম্মান প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবির মহাপরিচালকসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।