বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পাবনার চাটমোহরে। রোববার বিকেলে উপজেলার গুনাইগাছা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে গুনাইগাছা খেলার মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল আজিজ জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী,কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। বক্তব্য দেন,বিএনপি নেত্রী অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, চাটমোহর পৌর বিএনপি'র সভাপতি আসাদুজ্জামান আরশেদ,চাটমোহর উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, বিএনপি নেতা অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ,অ্যাডভোকেট মুজিবুর রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক,ভিপি সেলিম রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মাওলা, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।