আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসন (কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর সিটি করপোরেশনের একাংশ) থেকে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র জনাব মোঃ মজিবুর রহমান।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে কালিয়াকৈর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, কালিয়াকৈর উপজেলা বিএনপির শীর্ষ নেতারা, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র জমা শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মেয়র মজিবুর রহমান বলেন, “গাজীপুর-১ আসনের জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাব ইনশাআল্লাহ।