সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের নির্বাচনে ১৯ পদে ৩৩ জন প্রার্থী

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৩:৫২ পিএম
সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের নির্বাচনে ১৯ পদে ৩৩ জন প্রার্থী

নীলফামারীর সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের নির্বাচন বেশ জমে ওঠেছে। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে নির্বাচনি তফশিল। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামি ২ জানুয়ারি। এমন তথ্য জানান রিটার্ণিং অফিসার মোঃ গোলজার হোসেন।

ওই নির্বাচনে ১৯ পদের বিপরীতে লড়ছেন ৩৩ জন প্রার্থী। এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক পদে প্রবীণ সদস্য শাহ মোঃ হামিদুল ইসলাম ও নবীন সদস্যা উম্মে জাহান উর্মী মহিলা বিষয়ক সম্পাদক পদে।

সভাপতি পদে দুইজন এ্যাড. এস এম ওবায়দুর রহমান ও শাহজাহান সরকার বাবুল,সহসভাপতি পদে দুই জন,সাধারণ সম্পাদক পদে দুইজন আমিনুল হক ও সাকির হোসেন বাদল,সহ সাধারণ সম্পাদক পদে দুইজন,অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত শাহ হামিদুল ইসলাম,সমাজ ও সাহিত্য সম্পাদক পদে দুই জন,

নাট্য সম্পাদক পদে দুইজন,পাঠাগার সম্পাদক পদে দুইজন, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে দুইজন,অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষক পদে দুইজন,দপ্তর সম্পাদক পদে দুইজন,সংগীত সম্পাদক পদে দুইজন,মহিলা সম্পাদিকা পদে বিনা ভোটে নির্বাচিত উম্মে জাহান উর্মী।

নির্বাহী সদস্য পদে ৬ জনের বিপরীতে লড়ছেন ৯ জন প্রার্থী।

শিল্প সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক এ্যাড. এস এম ওবায়দুর রহমান জানান,অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে চলছে নির্বাচনি কার্যক্রম। আগত ২ জানুয়ারি বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ১২০ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করবেন।

বিনা প্রতিদ্ব্ন্দিতায় নির্বাচিত অর্থ সম্পাদক শাহ হামিদুল ইসলাম বলেন, ভোটের মাঠে এখন প্রার্থীরা। নিজের পক্ষে ভোট নিতে প্রার্থীরা মরিয়া।

এদিকে ভোটাররাও এখন বেশ সচেতন। তারা কাকে তার মুল্যবান ভোট দিবেন তাও এখন অনিশ্চিত।