কিশোরগঞ্জের বাজিতপুর সহকারী রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম সোহাগের কার্যালয়ে আজ সোমবার এই পর্যন্ত ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। জমাকৃতরা হলেন, বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি- বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল, সদ্য যোগদানকৃত বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুল হুদা, জামায়ত ইসলামী বাংলাদেশের জেলা আমির ও ১০ দলীয় জোটের প্রার্থী মোঃ রমজান আলী, মোঃ অলি উল্লাহ ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী এ.এইচ.এম হাসনাত কাইয়ুম। বিএনপি নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল সংবাদ কর্মীদের বলেন, বাজিতপুর-নিকলী জনগণের চাপে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছি। গত ২৫ বছর ধরে বিএনপির রাজনীতি করে আসছি। একই সঙ্গে জনগণের পাশে আছি, ভবিষ্যতেও জনগণের পাশে থাকবেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, আল্লাহর রহমত হয়, তাহলে জনগণই আমার মূল শক্তি, জনগণই আমাকে বিজয়ী করবেন বলে সকলের প্রতি অনুরোধ জানান।