মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খড়িয়ায় দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের চিকিৎসা ও ল্যান্স সংযোজনের আয়োজন করা হয়েছে। উপজেলার খড়িয়া মুক্তি সংঘের আয়োজনে সোমবার দিনব্যাপী ২১তম বার্ষিক বিনামূল্যে চোখের চিকিৎসা ও লেন্স সংযোজন অনুষ্ঠিত হয়।
এতে চাঁদপুরের মাজহারুল বিএনএসবি চক্ষু হাসপাতালের ১৫ জনের বিশেষজ্ঞ চিকিৎসক দল চোখের চিকিৎসা প্রদান করেন। সহস্রাধিক মানুষকে বিনামূল্যে ঔষধ, চশমা বিতরণ করা হয়েছে। এ ছাড়া ১০৫ জনের চোখে লেন্স সংযোজন করানো হবে। চোখের চিকিৎসা ও লেন্স সংযোজন কার্যক্রম উপলক্ষে এদিন সকালে খড়িয়া মুক্তি সংঘের অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ আবুল হাসেমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান মৃধা রিপন। আয়োজক সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান খোকনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব শাহজাহান মোল্লা অপুর। এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার, বিশিষ্ট ব্যবসায়ী নাছিমূল গণি নাছিম, রফিকুল ইসলাম খান, মিজানুর রহমান হাওলাদার, বিএনপি নেতা আল ইউসুফ আজাদ চঞ্চল প্রমুখ। এদিন প্রচণ্ড শীত উপেক্ষা করে সহস্রাধিক দরিদ্র মানুষ চোখের চিকিৎসা নিতে আসেন।