শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রাক্তন শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষকের বিদায় বেলায় সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন দিঘলিয়া সরকারি এমএ মজিদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল জব্বার। দিঘলিয়ায় সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল জব্বারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন শিক্ষক পরিষদ। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় দিঘলিয়া সরকারি এমএ মজিদ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অত্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এস এম নাসির উদ্দীনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালাম। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের কেমিস্ট্রি বিভাগের প্রফেসর বায়জিদ হোসাইন, সরকারি বয়রা মহিলা কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক তুষার কান্তি রায়, সরকারি এমএ মজিদ ডিগ্রি কলেজের দর্শন বিভাগের প্রভাষক মোল্যা তারিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আজাদুর রহমান, অর্থনীতি বিভাগের প্রভাষক রেহেনা সুলতানা, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মাহফুজুল ইসলামসহ অত্র কলেজের শিক্ষার্থীরা।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীর ভালোবাসা, স্মৃতি আর শুভকামনায় আবেগঘন পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।