বরিশাল-১ আসনে বিএনপির বিদ্রহী (স্বতন্ত্র) প্রাথী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। সোমবার দুপুরে আগৈলঝাড়া সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিকের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এসএম আফজাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম মাহবুব, গৌরনদী উপজেলা বিএনপি নেতা প্রফেসর মো. লিটন মিয়া, বাকাল ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক নবীন সরকার, বাগধা ইউনিয়ন বিএনপি নেতা ফিরোজুর রহমান লালু প্রমুখ। অপরদিকে বিএনপি মনোনীত ধানের শীষে প্রার্থী জহির উদ্দিন স্বপন একইদিন গৌরনদীতে মনোনয়নপত্র দাখিল করেন। দুপুরে
আগৈলঝাড়ায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিককে মনোনয়নপত্র দাখিলের বিষয় অবহিত করেন। পরে বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন ও স্বতন্ত্র প্রাথী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান পৃথকভাবে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।