দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা দলিতের উদ্যোগে বাংলাদেশের সুন্দরবন এলাকায় বসবাসরত শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা সুরক্ষা নিশ্চিতকরন প্রকল্প-২ এর স্টেকহোল্ডারদের সাথে প্রকল্প লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
ইটালিয়ান সংস্থার অর্থায়নে এবং দলিতের বাস্তবায়নে সোমবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা প্রাণী সম্পদ অফিসের সেমিনার কক্ষে অনুষ্ঠিত ওয়ার্কশপের শুরুতে স্বাগত বক্তৃতা করেন প্রকল্প ব্যবস্থাপক তরিকুল ইসলাম। কর্মসূচীর লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন দলিতের প্রকল্প কর্মকর্তা বিলাস এন্থনী গাইন। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তৃতা করেন দাকোপ উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা এস এম ফেরদাউস, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহমুদ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র প্রতিনিধি ডাঃ সেলিম রেজা। ২০২৪ সালের ১ লা অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ শেষ হতে যাওয়া এই প্রকল্পের আওতায় দাকোপের ১১ টি গ্রমে পৃথক ১১ টি লার্নিং সেন্টারের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্টি শিশুদের বিনামূল্যে শিক্ষা সহায়তা, শিক্ষা সামগ্রী বিতরন, স্বাস্থ্যবিধি সম্পর্কিত উপকরন বিতরন, পুষ্টিকর খাবার বিতরন, শিক্ষার্থীদের বিশেষ প্রণোদনা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন, এ্যাডভোকেসি সভা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং প্রজনন স্বাস্থ্যসেবা প্রদান, কিশোরীদের স্যানিটারি ন্যাপকিন প্রদান, সুপেয় পানির ব্যবস্থা, হেলথ ক্যাম্প পরিচালনা, পুষ্টিকর শাক সব্জি চাষাবাদে উপকরন সহায়তা প্রদান কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।