আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না মাহফুজ আলম

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৬ পিএম
আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না মাহফুজ আলম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্ণীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তার নামে মনোনয়ন ফরম সংগ্রহ করা হলেও তিনি এবারের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তার ভাই ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। তিনি জানান, মাহফুজ আলমের অনুমতি ছাড়াই আবেগপ্রবণ হয়ে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, যা তাকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। এ কারণে মাহফুজ আলম ওই মনোনয়নপত্র জমা দেবেন না এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন না।

মাহবুব আলম আরও বলেন, মাহফুজ আলমের সম্মতি ছাড়া মনোনয়নপত্র সংগ্রহ করায় একটি বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি নিশ্চিত করেন, ইসলামী সমমনা জোটের পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী হিসেবে তিনি নিজেই লক্ষ্ণীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচন করবেন।

দলীয় ও পারিবারিক সূত্র জানায়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে মাহফুজ আলম আপাতত কোনো নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেননি। জেলা নির্বাচন কার্যালয় থেকে তার নামে ফরম নেওয়া হলেও সেটিকে কেবল শুভাকাঙ্ক্ষীদের অতিউৎসাহের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, লক্ষ্ণীপুর-১ (রামগঞ্জ) আসনটি এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে। এ আসন থেকে মাহফুজ ও মাহবুব আলম ছাড়াও এখন পর্যন্ত ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

প্রতিদ্বন্দ্বীদের তালিকায় রয়েছেন সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান এবং জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ। এছাড়া বাসদ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিসসহ আরও কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও এ আসন থেকে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন।

রামগঞ্জ এলাকার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাহফুজ আলমের সরে দাঁড়ানোর ঘোষণায় এনসিপির হয়ে মাহবুব আলমের প্রার্থিতা স্পষ্ট হয়েছে। তবে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী থাকায় এ আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা প্রবল।

প্রভাবশালী ব্যক্তিত্ব মাহফুজ আলমের নির্বাচনে না আসার ঘোষণা স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে। চূড়ান্তভাবে কতজন প্রার্থী মাঠে থাকবেন, তা জানা যাবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে।