ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুরের দুটি আসনে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরমধ্যে মেহেরপুর ১ আসনে ৯ ও মেহেরপুর ২ আসনে ৩ জন প্রার্থী রয়েছে।
সোমবার বিকালে রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক ড.সৈয়দ এনামুল কবিরের কাছে মনোনয়ন পত্র জমাদেন মেহেরপুর ১ (সদর-মুজিবনগর) বিএনপির মাসুদ অরুন,জামায়াতের মাওলানা তাজ উদ্দীন খাঁন, সিপিবি এড: মিজানুর রহমান, জাতীয় পার্টি আব্দুল হামিদ, এনসিপির সোহেল রানা, সতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল ইসলাম,মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম,মো: সজিবুল হক ও মাহবুব রহমান।
মেহেরপুর ২ গাংনী আসনে বিএনপির মো: আমাজাদ হোসেন ও জামায়াতের মো: নাজমুল হুদা, জাতীয় পার্টি আব্দুল বাকী। এদিকে মনোনয়নপত্র উত্তোলন করলেও শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তে মনোনয়ন পত্র জমা দেননি জেলা বিএনপির সভাপতিদ মো: জাভেদ মাসুদ মিল্টন।
আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী ২৬ পর্যন্ত যাচাই বাছাই। ৫ থেকে ৯ জানুয়ারী পর্যন্ত আপিল, ১০ থেকে ১৮ জানুয়ারী আপিল নিস্পত্তি,প্রার্থীতা প্রত্যাহার ২০ জানুয়ারী, প্রতিক বরাদ্দ ২১ জানুয়ারী ও ভোট গ্রহন ১২ ফেব্রুয়ারী সকাল ৭ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।