ময়মনসিংহ-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু'র মনোনয়ন পত্র দাখিল

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:০০ পিএম
ময়মনসিংহ-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু'র মনোনয়ন পত্র দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ১৫৫, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে

বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, জেলা দক্ষিণ বিএনপির সদস্য, সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু'র মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে।

আজ সোমবার) (২৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: সাইফুর রহমানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য, সাবেক যুগ্ম আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডাঃ মোফাখখারুল ইসলাম রানা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ ইছহাক, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ হামিদ শেখ, ডাঃ আব্দুল মান্নান ও উপজেলা শ্রমিক দলের সাবেক আহবায়ক গফুর হাসানসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে