ময়মনসিংহ-৫, মুক্তাগাছা আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি-জামাতসহ অন্যান্য দল

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:০২ পিএম
ময়মনসিংহ-৫, মুক্তাগাছা আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি-জামাতসহ অন্যান্য দল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন বাবলু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত মাওলানা রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি সিরাজুল ইসলাম, গণসংহতি আন্দোলন মনোনীত মোঃ নজরুল ইসলাম এবং এবি পার্টি রফিকুল ইসলাম। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি সিরাজুল ইসলাম ময়মনসিংহ রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়পত্র জমা দিয়েছেন। সোমবার দুপুরে মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার কৃষ্ণ চন্দ্রের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। 

বিএনপি প্রার্থী মোঃ জাকির হোসেন বাবলুর সাথে উপস্থিত ছিলেন সাবেক এমপি এড. আবু রেজা ফজলুল হক বাবলু, উপজেলা বিএনপির , সাবেক সভাপতি আব্দুল হামিদ সুরুজ, সাবেক সভাপতি এডভোকেট শমসের আলী, সাবেক ইউপি চেয়ারম্যান এডভোকেট আমিনুল হক, যুবদলের সাবেক সভাপতি আব্দুল লতিফ মাষ্টার।

এসময় জামায়াত প্রার্থী এডভোকেট মতিউর রহমান আন্দের সাথে উপস্থিত ছিলেন ময়মনসংিহ জেলা জামাাতের সূরা ও কর্মপরিষদ সদস্য ও জেলা উলামা বিভাগের সভাপতি উপধ্যক্ষ মাওলানা বদরুল আলম, মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ শামছুল হক, সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ মোজাহিদ, আব্দুল কুদ্দুছ মাস্টার।

সহকরী রির্টানিং অফিসার কৃষ্ণ চন্দ্র জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ উপজেলা থেকে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিএনপি মনোনীত প্রার্থী মোঃ জাকির হোসেন বাবলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট মতিউর রহমান আকন্দসহ মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে