বরিশালে ব্রাহ্মন সংসদের কম্বল বিতরণ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৫, ০৩:২১ পিএম
বরিশালে ব্রাহ্মন সংসদের কম্বল বিতরণ
জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ব্রাহ্মন সংসদ জেলা শাখার নেতৃবৃন্দরা শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ধর্মরক্ষীনী সভা গৃহে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়। এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্রাহ্মন সংসদের জেলা শাখার আহবায়ক শ্যামল চক্রবর্তী, যুগ্ম আহবায়ক শেখর চক্রবতী, সদস্য সচিব সঞ্জীব সিংহ, কার্যনির্বাহী সদস্য শাওন চক্রবর্তী উপস্থিত ছিলেন। রাতে কম্বল নিয়ে শীতার্তদের দ্বারে ইউএনও ॥ অপরদিকে একইদিন রাতে জেলার গৌরনদী উপজেলার বিভিন্ন এতিমখানা, ছিন্নমূল ও দুঃস্থ পরিবারের শীতার্তদের কাছে কম্বল নিয়ে হাজির হয়েছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান। চলতি বছর চাহিদার তুলনায় শীতবস্ত্রের বরাদ্দ কম থাকায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত কম্বল নিয়ে নিজেই শীতার্তদের পাশে ছুটে গেছেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা হাম্মাদ বিন হোসাইন, ছাত্র প্রতিনিধি মোরশেদ হাসান উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে