গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও কারিগরি উন্নয়ন কাজের কারণে বুধবার (৩১ ডিসেম্বর) কুমিল্লা ও চাঁদপুর জেলার বেশ কয়েকটি উপজেলায় নির্দিষ্ট সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, কোথাও টানা ১২ ঘণ্টা, আবার কোথাও পুরো ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বার্তায় জানানো হয়েছে, লাকসাম উপ-এলাকার গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কুমিল্লা জেলার লাকসাম, লালমাই ও বরুড়া উপজেলার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, এই কাজের মাধ্যমে পাইপলাইনের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাময়িক এই বন্ধে গ্রাহকদের যে অসুবিধা হবে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে বিজিডিসিএল কর্তৃপক্ষ।
এদিকে চাঁদপুর জেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আরও দীর্ঘ সময়ের জন্য। বাখরাবাদ গ্যাসের চাঁদপুর আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মীর ফজলে রাব্বি জানিয়েছেন, চাঁদপুর গ্যাস বিতরণ লাইন এবং হাজিগঞ্জ ও চাঁদপুর টাউন বোর্ডারিং স্টেশনের জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত ও কারিগরি উন্নয়ন কাজের কারণে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ১২টা থেকে বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এই সময়ে চাঁদপুর সদর, মতলব, হাজিগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সব এলাকায় গ্যাস পাওয়া যাবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সহযোগিতা কামনা করে বলেছে, পরিকল্পিত এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম ভবিষ্যতে নিরাপদ ও স্থিতিশীল গ্যাস সরবরাহে সহায়ক হবে।