নকলীতে সংসদ নির্বাচন-এ আসনে ৬ জনের মনোনয়ন নিয়ে এখন মাঠে

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৪:১৬ পিএম
নকলীতে  সংসদ নির্বাচন-এ আসনে ৬ জনের মনোনয়ন নিয়ে এখন মাঠে

কিশোরগঞ্জ-৫ বাজিতপুর নিকলী আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত সোমবার ৬জন স্বস্বসহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর আজ মঙ্গলবার থেকে সব প্রার্থী মাঠে নেমেছেন। তারা বাজিতপুর ও নিকলীর বিভিন্ন গ্রাম, মহল্লা, হাটবাজারে জনগণের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন। চায়েল দোকান গুলো যেনো সরগরম হয়ে উঠেছেন। বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সৈয়দ এহসানুল হুদা। তিনি গত ফ্যাসিবাদ আন্দোলন করতে গিয়ে তিনি এবং তার পরিবার নির্যাতনের শিকারে পরিনত হয়েছেন। নিজের জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেছেন সম্প্রতি। গত এক বছরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের জন্য বিভিন্ন সমাবেশ ও উঠান বৈঠক করেন এই দুই উপজেলায়। এদিকে বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তিনি গত ২৫ বছর ধরে বিএনপির রাজনীতিতে দুই উপজেলার সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত কাজ করে যাচ্ছেন। গত ১৭ বছরে ফ্যাসিবাদ আন্দোলনে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, জেল জুলুম থেকে তাদেরকে জেল থেকে মুক্ত করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, তিনি গত ১৭ বছর ধরে রাজপথ থেকে শুরু করে উপজেলা পর্যন্ত আন্দোলন করে গেছেন। তিনি বলেন, জনগণের পাশে আছি, ভবিষ্যতেও জনগণের পাশে থাকবেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, আল্লাহর রহমত হয়, তাহলে জনগণই আমার মূল শক্তি, জনগণই আমাকে বিজয়ী করবেন বলে সকলের প্রতি অনুরোধ জানান। এদিকে জামায়েত ইসলামী বাংলাদেশের জেলা আমীর অধ্যাপক রমজান আলী বলেন, যদি জনগণ আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে দূর্ণীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়বেন বলে জানান। স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, জনগণ যদি তাকে বিজয়ী করে তাহলে রাষ্ট্র সংস্কার ও গত ৫ই আগষ্টের তরুণ প্রজন্মকে নিয়ে একটি দূর্নীতি মুক্ত প্রশাসন গড়বেন বলে উল্লেখ করেন। ইসলামি ফ্রন্ট এর প্রার্থী আমির মোঃ ওয়ালি উল্লাহ ও আরেকজন প্রার্থী নিকলীতে মনোনয়ণপত্র জমা দিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে