বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৮ সালে বাগবাড়ী জিয়া বাড়ীতে দলের স্থায়ী কমিটির মিটিং এর মাধ্যমে শেষ আগমন করেছিলেন। মিটিং শেষে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে জনসভায় ভাষণ দেন তিনি।
এরপর সে আর গাবতলীতে আস্তে পারেনি।
বেগম খালেদা জিয়া একাধিকবার বগুড়ার গাবতলী সহ বিভিন্ন এলাকায় সফর করেন। নিরবাচনী প্রচারনা ও বিরোধীদলীয় নেত্রী থাকাবস্থায় এই এলাকার সাধারণ মানুষের সাথে তিনি সাক্ষাৎ ও তাদের সুখ দুঃখের খোঁজ নিয়েছেন।
জিয়াউর রহমানের পাশাপাশি বেগম খালেদা জিয়া সাধারণ জীবনযাপন করতেন।
বগূড়া জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকন তালুকদার উপরোক্ত বিষয়গুলো নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জিয়াবাড়ী, শহীদ জিয়া গ্রাম হাসপাতাল ও বাগবাড়ী ফাজিল মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা হচ্ছে।
নেয়া হয়েছে ৭ দিনের কর্মসূচি।
গাবতলীর দলিয় কার্যালয়ে মাইকের মাধ্যমে সকাল থেকে কোরআন তেলাওয়াত করা হয় এবং বিকেল সাড়ে তিনটায় খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার মৃত্যু সাধারণ মানুষের মনে ক্ষতের সৃষ্টি হয়েছে।
এলাকার জনগন আশাকরেছিল এবার খালেদা জিয়ার নেতৃত্বে দেশের ব্যপক উন্নয়ন হবে।
খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত বাড়বাড়ী জিয়াবাড়ী শূন্যতা সৃষ্টি হলো।