পোরশায় মাসিক সমন্বয় সভা

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩০ পিএম
পোরশায় মাসিক সমন্বয় সভা

নওগাঁর পোরশায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ইউএনও রাকিবুল ইসলাম। এতে উপজেলার এনজিও, বিষয়ক সমন্বয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস,নারী ও শিশু পাচার, চোরাচালান, মাদক, মাসিক সাধারণ সভা ও সার্বজনীন জন্ম মৃত্যু নিবন্ধন বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নাবিলা ফেরদৌস, কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সভায় আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দর ভাবে অনুষ্ঠিতের জন্য সার্বিকভাবে সকলকে সতর্কতার সাথে কাজ করার বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে