নোয়াখালী -২: নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বেচ্ছাসেবকদল নেতা তোফাজ্জল

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) :
| আপডেট: ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪১ পিএম | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪১ পিএম
নোয়াখালী -২: নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বেচ্ছাসেবকদল নেতা তোফাজ্জল

নোয়াখালী-২ ( সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে ধানের শীষ মার্কার প্রাথী জয়নুল আবদিন ফারুককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সেনবাগ উপজেলা বিএনপি'র সাবেক সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সংযুক্ত আরব আমিরাত শাখার সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মানিক । 

তিনি সোমবার সকালে সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের উত্তর জয়নগর গ্রামস্থ নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাড়ানোর এ ঘোষণা দেন। এসময় বিএনপি,যুবদল,ছাত্রদল,স্চ্ছোসেবকলল সহ এলাকার রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলো। 

স্বেচ্ছাসেবক দলের এ কেন্দ্রীয় নেতা তোফাজ্জল হোসেন মানিক সাংবাদিক সম্মেলনে বলেন, বিগত ১৭ বছর আমরা আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করে ছিলাম। দীর্ঘ প্রতীক্ষার পর এ নির্বাচনের সুযোগ এসেছে। আমি এ নির্বাচনে অংশ গ্রহণ করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলাম। কিন্তু আমাদের দল (বিএনপি) চুড়ান্ত মনোনয়ন দিয়োছে বিএনপি চেযারপার্সনের উপদেষ্ঠা ও সাবেক বিরোধীদলীয় চীফহুইপ এবং সাবেক ৫বারের এমপি জয়নুল আবদিন ফারুককে। তাই তিনি আগামীর রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারর্পারসন গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার সম্মানের দিকে তাকিয়ে তিনি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।  তাই আমি নিজের পক্ষে নয়, ধানের শীষের পক্ষে এখন থেকে সমস্ত নেতাকর্মীদের নিয়ে মাঠে ধানের শীষ মার্কার পক্ষে কাজ করার ঘোষনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে